তৈমুরের জন্মদিনের দুসপ্তাহ আগেই সেলিব্রেশন, দেখে নিন কারা কারা এসেছিলেন?
আগামী ২০ ডিসেম্বর দুবছর পূর্ণ করতে চলেছে তৈমুর।
জন্মদিনের আগেই মুম্বইয়ের হোটেলে শুরু হয়ে গেল পার্টি। পার্টিতে এসেছিলেন সইফ-করিনার পরিচিতরা।
হাসিমুখে ছবি শিকারিদের আবদার মেটাল তৈমুরের বোন ইনায়া।
স্ত্রী-সন্তানকে পার্টিতে এসেছিলেন রণবিজয় সিং।
পার্টিতে এসেছিল তুষা কাপুরের ছেলে লক্ষ্য।
ছেলে কিয়ান ও মা ববিতার সঙ্গে হাজির হয়েছিলেন করিশ্মা।
নিজের দুই সন্তান রায়ান ও আজানকে নিয়ে এসেছিলেন করিনার বন্ধু অমৃতা আরোরা।
সইফের বোন সাবা আলি খান ও করিনার বাবা রণধীর কাপুর এসেছিলেন পার্টিতে।