কিছুতেই কোলে থাকবে না সে, দুষ্টু-মিষ্টি মুহূর্তে ধরা দিল তৈমুর
সোমবার তৈমুরের পরনে ছিল সাদা শার্ট ও নীল প্যান্ট। আর খোকাবাবুর পায়ে ছিল ছোট্ট লাল জুতো।
ভোলানোর চেষ্টা বৃথা সেই ন্যানির কোলে যাওয়ার জন্যই বায়না করতে থাকল তৈমুর।
তৈমুরকে অনেক ভোলানোর চেষ্টা করলেও কিছুতেই সামলানো গেল না ছোট্ট নবাবকে। সব চেষ্টাই বৃথা।
সোমবার সকাল সকাল পতৌদি প্রসাদে পাপারাজ্জির ক্যামেরায় ধরা দিল তৈমুর। দেখা গেল এক ব্যক্তি তাকে কোলে নিলে সে কিছুতেই তাঁর কাছে থাকতে চাইছিল না। ন্যানির কোলে আসার জন্যই বায়না জুড়েছিল।
তৈমুরের জন্মদিন আপাতত ধুমধাম সহকারে পালিত না হলেও, শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি গোটা পতৌদি পরিবার লন্ডনে উড়ে যাবে। সেখানে বিশেষভাবে তৈমুরের জন্মদিন সেলিব্রেট করা হবে।
তৈমুরের জন্মদিন মূলত পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়েই সেলিব্রেট করেছেন করিনা ও সইফ। সেখানে হাজির ছিল তৈমুরের দিদি সারা আলি খান এবং রণবীর কাপুর সহ কাপুর ও পতৌদি পরিবারের সদস্যরা।
তৈমুরের জন্মদিন করিনা ধুমধামের সঙ্গে পালন না করলেও, তার জন্মদিনে উপস্থিত ছিল বলিউডের ক্ষুদে তারকারা। তৈমুরের জন্মদিনে হাজির ছিল শাহরুখ পুত্র আব্রাম খান, করণ জোহরের জমজ দুই সন্তান যশ ও রুহি সহ বলিউডের ক্ষুদে সেলেবরা।
তৈমুর আলি খান, পাতৌদি পরিবারের ছোট্ট নবাবের বয়স এখন ১। সবে সবে প্রথম জন্মদিন সেলিব্রেট করেছে সে। পতৌদি প্রাসাদে ফের একবার পাপারাজ্জির ক্যামেরায় ধরা দিল নটখট তৈমুর।