এক ঝলকে দেখে নিন বর্ষামুখর কলকাতার খণ্ডচিত্র
বৃষ্টির মধ্যেই লাইন দিয়ে ব্রিজের ওপর দাঁড়িয়ে একের পর এক লরি, খিদিরপুর হেস্টিংস মোড়েও জমে রয়েছে জল। শুধু উত্তর কলকাতাই নয়, বৃষ্টির জেরে জলমগ্ন দক্ষিণ কলকাতারও বেশ কিছু এলাকা। হেস্টিংস মোড়ে জমা জলের মধ্যে দিয়েই চলছে পণ্যবাহী লরি।
অপরদিকে দ্বিতীয় হুগলি সেতু থেকে শুরু করে খিদিরপুর মোড় পর্যন্ত লম্বা লাইন একের পর এক লরি, ট্রাকের।
অপরদিকে, খিদিরপুরের রমানাথ পাল রোড থেকে শুরু করে ভূকৈলাস রোড সর্বত্রই জলমগ্ন।
পাশাপাশি খিদিরপুরের বেশ কিছু বাড়িতে জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা।