Durga Puja Special: আজও ছাব্বিশ বেয়ারার কাঁধে চড়েই ইছামতীতে বিসর্জিতা হন টাকির পুববাড়ির প্রতিমা...

Soumitra Sen Sat, 12 Oct 2024-1:29 pm,

পঞ্জিকামতে, আজ, শনিবার সকালেই হয়ে গিয়েছে দশমীপূজা।  (ছবি ও তথ্য: বিমল বসু)

তার মানে, নবমী শেষ হয়ে আজ সকাল থেকেই দশমী। চলছে বনেদি বাড়িগুলিতে সিঁদুরখেলাও। (ছবি ও তথ্য: বিমল বসু)

আর আজ সকালে দশমীপূজা শেষ হতেই শুরু টাকির বনেদিবাড়ির প্রতিমা বিসর্জনের আয়োজনও। (ছবি ও তথ্য: বিমল বসু)

সে এক গ্র্যান্ড আয়োজন। ঐতিহ্যের উদযাপন। ২৬ বেয়ারার  কাঁধে চড়ে টাকির বনেদি বাড়ির প্রতিমা বিসর্জন হয়। সেটাই হল। এভাবেই টাকির ইছামতী নদীতে বিসর্জিতা হলেন মা। (ছবি ও তথ্য: বিমল বসু) 

প্রথমে টাকির পুবের বাড়ির ঠাকুর বিসর্জন হয়। তার পরে অন্য বাড়ির প্রতিমা পর পর বিসর্জন হয়। (ছবি ও তথ্য: বিমল বসু)

আজও সেই রীতিনীতি মনে টাকির বনেদি বাড়ির ভাসান হচ্ছে টাকির ইছামতী নদীতে। (ছবি ও তথ্য: বিমল বসু)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link