Ghazni Gate: আফগানিস্তানে ধ্বংসলীলা! ক্রেন দিয়ে গজনি গেট ভাঙল তালিবান

Tue, 24 Aug 2021-11:02 pm,

নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর ফের একই কায়দায় তাণ্ডব চালাচ্ছে তালিবান! আফগানিস্তানে এবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ঐতিহাসিক স্থাপত্য গজনি গেট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

সালটা ২০০১। আফগানিস্তানে প্রথম ক্ষমতা দখল করে তালিবান। সেবার ভেঙে ফেলা হয় বামিয়ানের ঐতিহাসিক বুদ্ধমূর্তি। যে ঘটনাকে কেন্দ্র রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল বিশ্বে।

মাঝে এক দশকের ব্যবধান। কাবুলিওয়ালার দেশে ফের তালিবান-রাজ। আবারও ধ্বংসের মুখে আফগান স্থাপত্যের ঐতিহাসিক নির্দশনগুলি। 

আনাচে-কানাচে নানা ঐতিহাসিক নির্দশন। আফগানিস্তানের 'ঐতিহাসিক শহর' গজনি। এই শহর এখন তালিবানদের কব্জায়।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়ো-এ দেখা যাচ্ছে, রীতিমতো ক্রেন দিয়ে ভেঙে ফেলা হচ্ছে গজনি গেট!

আফগানিস্তানের পূর্বতন প্রেসিডেন্ট আশরাফ গনির আমলে তৈরি করা হয় এই গজনি গেট। এটি ছিল ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link