Tanusree Chakraborty: পরনে ক্রোশে ব্রালেট, মায়ামি বিচে উত্তাপ ছড়ালেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছুটির মুডে তনুশ্রী, একাই পাড়ি দিয়েছেন আমেরিকায়।
সম্প্রতি মায়ামি সাউথ বিচে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী।
পরনে সাদা ক্রোশে ব্রালেট সঙ্গে ক্রোশে শর্টস। সঙ্গে কালারফুল সারং, সমুদ্র সৈকতে উত্তাপ ছড়ালেন তনুশ্রী চক্রবর্তী।
মায়ামি বিচে জমিয়ে ফটোশ্যুট করেছেন নায়িকা। এক কথায় পারদ চড়ালেন তনুশ্রী।
ছবি পোস্ট করে কটাক্ষও শুনতে হল নায়িকাকে, কিন্তু সেসব পাত্তা দিতে নারাজ তনুশ্রী।
কিছুদিন আগে ডিজনিল্যান্ড ও নাসা থেকেও ছবি পোস্ট করেন অভিনেত্রী।
সোলো ট্রিপে ১৫দিনের জন্য আমেরিকায় গিয়েছেন তনুশ্রী।
তবে দুর্গাপুজোর আগেই ফিরবেন কলকাতায়।