Tapas Roy | Kunal Ghosh: `কুণাল ভালো ছেলে`, `তাপস রায় আমার প্রিয়`; ভোটের আগেই একমঞ্চে তৃণমূল-বিজেপি

Wed, 01 May 2024-2:20 pm,

একটি ক্লাবের ব্লাড ডোনেশন ক্যাম্পে এবার একমঞ্চে কুণাল ঘোষ এবং তাপস রায়।   

তাপস রায়কে পাশে বসিয়ে শান্তিতে ভোট করার বার্তা দিলেন কুণাল ঘোষ।  

রক্তদান শিবিরের আয়োজন করেছিল কলকাতার ৩৮ নম্বর ওয়ার্ডের একটি ক্লাব। শ্যামসুন্দরতলায় অনুষ্ঠিত সেই কর্মসূচিতে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন কুণাল।

একই মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পিয়াল চৌধুরী। 

কুণাল ঘোষ বলেন, 'তাপস রায় আমার প্রিয় কিন্তু এখন অন্য দলে'। তিনি আরও বলেন, 'তাপস রায় ভালো লোক, দক্ষ সংগঠক। কী করে তাঁকে খারাপ লোক বলব? অন্য দলে গেছেন বলে খারাপ বলতে পারব না'।

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, 'সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন ব্লাড ডোনেশন শিবিরে দাকা হল না তাঁর ভাবা উচিত। এগুলোতে ইনভিটেশন পেতে গেলে সারা বছর জনসংযোগ রাখতে হয়।'    

কুণাল ঘোষ প্রসঙ্গে তাপস রায় বলেন, 'কুণাল ভালো ছেলে। অনেকদিন ধরে চিনি। আমি অবাক হয়ে যাই ওর মহানুভবতা দেখে। বিনা অপরাধে জেলে থাকা সত্ত্বেও এখনও দলের হয়ে কাজ করে যাচ্ছে। আমি হলে করতাম না।' 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link