একুশের নির্বাচনে লক্ষ্য ১৫০টি বিধানসভা, ৫ দিন দিলীপের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠক

Tue, 18 Aug 2020-1:20 pm,

অঞ্জন রায়: দিল্লির বৈঠকের পর কলকাতায় বিধানসভা নির্বাচনের কী ভাবে রণনীতি নির্ধারিত হবে, তা পর্যালোচনা শুরু করল বিজেপি।

মঙ্গলবার থেকে দিলীপ ঘোষের বাসভবনে বৈঠক শুরু হবে। ১৮, ১৯, ২২,২৩,২৪ তারিখ চলবে বৈঠক।

দিল্লির বৈঠকে মুকুল রায় পুরোপুরি অংশ না নিতে পারলেও, এই বৈঠকে থাকছেন বলে খবর। সঙ্গে থাকছেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, রাহুল সিনহরাও।

একুশের নির্বাচনকে মাথায় রেখে মূলত ১৫০ টা বিধানসভা আসন নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। এই বিধানসভাগুলিতে তৃণমূলের অবস্থান কেমন, কীভাবে সাংগঠনিক শক্তি মজবুত করা যাবে এই আসনগুলিতে, তা নিয়ে এলাকায় বিধায়ক, নেতাদের সঙ্গেও ভিডিয়ো কনফারেন্সে কথা হতে পারে বলে খবর।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link