রাজ্য সরকারের উদ্যোগে তর্পণের সকালে গঙ্গাবক্ষে ভ্রমণ, দেখুন ছবি
ভিভাডা ক্রুইজ এবং রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে ২০১৫ সাল থেকে শুরু হয়েছে গঙ্গাবক্ষে তর্পণ ও বিসর্জন দেখানর এই উদ্য়োগ।
সেই বছর থেকেই তর্পণের দিন কলকাতা ও হাওড়ার ২১টি ঘাট, বিসর্জনের দিন ২৬টি ঘাট দেখানো হয়।
তর্পণের দিন ভ্রমণের মাথাপিছু খরচ ৫০০ টাকা। থাকে জলখাবারের ব্যবস্থা। লঞ্চে করে ঘুরিয়ে দেখানো হয় উল্লেখযোগ্য ঘাটগুলি।
বিসর্জনের দিন ভ্রমণে প্যাকেজ মাথাপিছু ১৫০০ টাকা। সময় বিকেল ৫টা থেকে রাত ১১টা। এদিনে বিকেলের স্ন্যাকসের ব্যবস্থা থাকে। এরপর থাকছে ডিনারও।
জনপ্রিয় এই ভ্রমণে অংশ নিতে বুকিং চলে বহু আগে থেকেই। উদ্যোক্তারা জানিয়েছেন গতবার প্রায় দেড় মাস আগেই হাউস ফুল হয়ে গিয়েছিল তাঁদের আসন।