বুধবার লঞ্চ হল Tata-র নতুন সাব-কম্প্যাক্ট সিডান Tigor
বুধবার, ১০ অক্টোবর লঞ্চ হল Tata-র নতুন সাব-কম্প্যাক্ট সিডান (গাড়ি) Tigor। উৎসবের মরশুমে এই নিয়ে মোট তিনটি গাড়ি লঞ্চ করল Tata।
স্টাইলিশ Tata Tigor-এর আগে Nexon Kraz edition আর Tiago NRG গাড়ি দুটি লঞ্চ করেছে Tata। আসুন দেখে নেওয়া যাক এর ফিচার্স।
নতুন Tata Tigor-এ রয়েছে একাধিক স্টাইলিং ফিচার। নতুন Tigor-এ রয়েছে LED টেলল্যাম্প, বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, সঙ্গে থাকবে লেসার বাটন আর নব কন্ট্রোল।
Tata Tigor-এ রয়েছে ৬.৫ ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম ডিসপ্লে। এই সিস্টেমে রয়েছে Apple CarPlay ও Android Auto সাপোর্ট।
নতুন Tata Tigor পাওয়া যাবে ১.২ লিটার পেট্রল ইঞ্জিন আর ১.০৫ লিটার ডিজেল ইঞ্জিনে। এর সঙ্গই রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশান আর একটি AMT ভেরিয়েন্ট।
ইজিপ্সিয়ান নীল, রোমান সিলভার, এসপ্রেসো ব্রাউন, বেরি রেড, পারলেসেন্ট হোয়াইট এবং টাইটানিয়াম গ্রে— এই ছয় রঙে পাওয়া যাবে Tata Tigor।
Tata Tigor-র পেট্রল ইঞ্জিন ভেরিয়েন্টের দাম ৫.২০ লক্ষ টাকা আর Tigor-র ডিজেল ইঞ্জিন ভেরিয়েন্টের দাম ৬.০৯ লক্ষ টাকা।