বুধবার লঞ্চ হল Tata-র নতুন সাব-কম্প্যাক্ট সিডান Tigor

Wed, 10 Oct 2018-7:35 pm,

বুধবার, ১০ অক্টোবর লঞ্চ হল Tata-র নতুন সাব-কম্প্যাক্ট সিডান (গাড়ি) Tigor। উৎসবের মরশুমে এই নিয়ে মোট তিনটি গাড়ি লঞ্চ করল Tata।

স্টাইলিশ Tata Tigor-এর আগে Nexon Kraz edition আর Tiago NRG গাড়ি দুটি লঞ্চ করেছে Tata। আসুন দেখে নেওয়া যাক এর ফিচার্স।

নতুন Tata Tigor-এ রয়েছে একাধিক স্টাইলিং ফিচার। নতুন Tigor-এ রয়েছে LED টেলল্যাম্প, বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, সঙ্গে থাকবে লেসার বাটন আর নব কন্ট্রোল।

Tata Tigor-এ রয়েছে ৬.৫ ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম ডিসপ্লে। এই সিস্টেমে রয়েছে Apple CarPlay ও Android Auto সাপোর্ট।

নতুন Tata Tigor পাওয়া যাবে ১.২ লিটার পেট্রল ইঞ্জিন আর ১.০৫ লিটার ডিজেল ইঞ্জিনে। এর সঙ্গই রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশান আর একটি AMT ভেরিয়েন্ট।

ইজিপ্সিয়ান নীল, রোমান সিলভার, এসপ্রেসো ব্রাউন, বেরি রেড, পারলেসেন্ট হোয়াইট এবং টাইটানিয়াম গ্রে— এই ছয় রঙে পাওয়া যাবে Tata Tigor।

Tata Tigor-র পেট্রল ইঞ্জিন ভেরিয়েন্টের দাম ৫.২০ লক্ষ টাকা আর Tigor-র ডিজেল ইঞ্জিন ভেরিয়েন্টের দাম ৬.০৯ লক্ষ টাকা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link