আয়করদাতাদের জন্য সুখবর, TDS-TCS এর হার অনেকটাই কম করল কেন্দ্র
প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্যাকেজের ব্যাপারে বিস্তারিত জানাতে গিয়ে একাধিক আর্থিক ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এতে রয়েছে আয়করদাতাদের জন্য সুখবর।
আয়করদাতাদের হাতে কিছুটা বেশি টাকা দিতে টিডিএস ও টিসিএস এর হার কম করল সরকার।
সীতারমন ঘোষণা করেন, আগে যে টিডিএস কাটা হতো এখন তার থেকে ২৫ শতাংশ কম কাটা হবে। এই ব্যবস্থা চালু থাকবে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত।
কনট্রাক্ট, প্রফেশনাল ফি, সুদ, বাড়িভাড়া, ডিভিডেন্ট, কমিশন, ব্রোকারির ক্ষেত্রেও এই হার লাগু হবে।
টিডিএস, টিসিএসের হার কম করার ফলে জনতার হাতে ৫০,০০০ কোটি টাকা আসবে বলে দাবি করেন অর্থমন্ত্রী।