চাঁদের বুকে অক্ষতই রয়েছে চন্দ্রায়ন-২-এর রোভার ‘প্রজ্ঞান’! ফের আশা জাগাল নাসার ছবি
এক বছর আগে, ২০১৯ সালের ২২ জুলাই পৃথিবী ছেড়ে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO-র তৈরি চন্দ্রায়ন-২। কিন্তু চাঁদে পৌঁছনোর ঠিক আগেই ৭ সেপ্টেম্বর কোনও কারণে ISRO-র সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায় চন্দ্রায়ন-২-এর রোভার ‘প্রজ্ঞান’-এর।
ওই ঘটনার পর কেটে গিয়েছে অনেকগুলো মাস। সম্প্রতি চেন্নাইয়ের এক ইঞ্জিনিয়ার, শানমুগা সুব্রহ্মণ্য দাবি করলেন, চাঁদের বুকে অক্ষতই রয়েছে চন্দ্রায়ন-২-এর রোভার ‘প্রজ্ঞান’!
শানমুগা সুব্রহ্মণ্যের দাবি, চন্দ্রায়ন-২-এর ল্যান্ডার ‘বিক্রম’-এর পাশেই কয়েক মিটারের দূরত্বে সম্ভবত অক্ষত অবস্থাতেই রয়েছে রোভার ‘প্রজ্ঞান’।
শানমুগা সুব্রহ্মণ্য তাঁর টুইটে দাবি করেন, ISRO-র পাঠানো সঙ্কেত বা কম্যান্ড সবই প্রায় ঠিকঠাক পাচ্ছে প্রজ্ঞান। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ISRO-র পাঠানো সঙ্কেত বা কম্যান্ডের কোনও উত্তর দিতে পারছে না প্রজ্ঞান।
গত বছরেই চন্দ্রায়ন-২-এর ল্যান্ডার ‘বিক্রম’-এর খোঁজ দিয়েছিলেন শানমুগা সুব্রহ্মণ্য। এর জন্য NASA-র থেকে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তাঁর এ বারের পাঠানো ছবিগুলিকে গুরুত্ব দিয়ে খুঁটিয়ে দেখছেন ISRO-র বিজ্ঞানীরা।