0 থেকে 60 kmph উঠবে ৪.৭ সেকেন্ডে, Pulsar- কে টক্কর দিতে হাজির Hero Xtreme 160R

Wed, 01 Jul 2020-1:19 pm,

দুটি ভ্যারিয়্যান্ট-এ ভারতের বাজারে লঞ্চ হল Hero Xtreme 160R. ফ্রন্ট ডিস্ক উইথ সিঙ্গল চ্যানেল এবিএস ভ্যারিয়্যান্ট-এর দাম ৯৯,৯৫০ টাকা (এক্স শোরুম)। ডাবল ডিস্ক উইথ সিঙ্গল চ্যানেল এবিএস ভ্যারিয়্যান্ট-এর দাম ১,০৩, ৫০০ টাকা (এক্স শোরুম)।

Hero Xtreme 160R-এ হেডল্যাম্প ও টেল লাইচ, দুচিই এলইডি। ফুল ডিজিটাল এলসিডি ডিসপ্লে থাকছে। এলইডি ইন্ডিকেটর-ও রয়েছে। 

Hero Xtreme 160R-এ ১৬০ সিসি এয়ার কুলড BS6 ইঞ্জিন থাকছে। 8500 rpm-এ 15 bhp পাওয়ার জেনারেট হবে। 

৪.৭ সেকেন্ডে শূন্য থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা গতি তোলা যাবে Hero Xtreme 160R-এ। পালসার এন এস ১৬০ মডেলকে টক্কর দেবে হিরো-র এই মডেল। এমনটাই মনে করা হচ্ছে। 

Hero Xtreme 160R-এর ওজন ১৩৮.৫ কেজি। পার্ল সিলভার হোয়াইট, বাইব্রেন্ট ব্লু ও স্পোর্টস রেড কালারে পাওয়া যাবে এই মডেল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link