0 থেকে 60 kmph উঠবে ৪.৭ সেকেন্ডে, Pulsar- কে টক্কর দিতে হাজির Hero Xtreme 160R
দুটি ভ্যারিয়্যান্ট-এ ভারতের বাজারে লঞ্চ হল Hero Xtreme 160R. ফ্রন্ট ডিস্ক উইথ সিঙ্গল চ্যানেল এবিএস ভ্যারিয়্যান্ট-এর দাম ৯৯,৯৫০ টাকা (এক্স শোরুম)। ডাবল ডিস্ক উইথ সিঙ্গল চ্যানেল এবিএস ভ্যারিয়্যান্ট-এর দাম ১,০৩, ৫০০ টাকা (এক্স শোরুম)।
Hero Xtreme 160R-এ হেডল্যাম্প ও টেল লাইচ, দুচিই এলইডি। ফুল ডিজিটাল এলসিডি ডিসপ্লে থাকছে। এলইডি ইন্ডিকেটর-ও রয়েছে।
Hero Xtreme 160R-এ ১৬০ সিসি এয়ার কুলড BS6 ইঞ্জিন থাকছে। 8500 rpm-এ 15 bhp পাওয়ার জেনারেট হবে।
৪.৭ সেকেন্ডে শূন্য থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা গতি তোলা যাবে Hero Xtreme 160R-এ। পালসার এন এস ১৬০ মডেলকে টক্কর দেবে হিরো-র এই মডেল। এমনটাই মনে করা হচ্ছে।
Hero Xtreme 160R-এর ওজন ১৩৮.৫ কেজি। পার্ল সিলভার হোয়াইট, বাইব্রেন্ট ব্লু ও স্পোর্টস রেড কালারে পাওয়া যাবে এই মডেল।