ঊর্ধ্বমুখী পারদ, বাড়ছে তাপমাত্রা, পড়ছে গরম
পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের ঊর্ধ্বমুখী পারদ।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এবার ক্রমশ বাড়বে তাপমাত্রা ।
তবে পশ্চিমী ঝঞ্জার শুক্র ও শনিবার রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের তিন জেলা ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় মেঘলা আকাশ থাকবে। সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে।