আগামীকালও তীব্র তাপপ্রবাহ! কিন্তু বৃষ্টি নিয়েও এল দারুণ সুখবর, জেনে নিন...
কলকাতায় আজ বেলা ১২ টায় আলিপুরে তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি। বেলা আড়াইটেয় ছিল ৪২ ডিগ্রি। আজ বাঁকুড়ায় তাপমাত্রা ৪৩.২, আসানসোলে ৪২, মালদায় ৪১ ডিগ্রি। (তথ্য: দেবারতি ঘোষ)
আজকের সব থেকে বড় খবর-- ভয়ংকর এই দাবদাহের মধ্যেও আজ তাপমাত্রা গতকালের চেয়ে কিছুটা কম। ফলে সামান্য স্বস্তি। (তথ্য: দেবারতি ঘোষ)
তবে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। আগামীকাল ২ মে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে। আর তাপপ্রবাহের সতর্কতা থাকছে আগামী ৪ মে পর্যন্ত। (তথ্য: দেবারতি ঘোষ)
উত্তরবঙ্গে আগামী ৪ মে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৬ মে থেকে ৭ মে বৃষ্টিপাতের স্বাভাবিক সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়েই। (তথ্য: দেবারতি ঘোষ)
তাপমাত্রাও কিছুটা কমবে ওই ৬ মে ও ৭ মে তারিখেই! (তথ্য: দেবারতি ঘোষ)
এখন উত্তর-পশ্চিমের শুষ্ক গরম হাওয়া প্রবেশ করছে বঙ্গে। আগামী ৪ মে-র পর থেকে বাতাসে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে! (তথ্য: দেবারতি ঘোষ)