করোনার আঁতুরঘর উহানে ফিরছে টেনিস ...
বিশ্বজুড়ে করোনা ত্রাস। সেই করোনার আঁতুরঘর চিনের উহানে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সব কিছু।
চলতি মাসেই টেনিস ফিরছে করোনার আতুঁরঘর উহান প্রদেশে। খুলে দেওয়া হয়েছে উহান ওপেনের ভেনু উহান টেনিস কোর্ট।
টুইটারের মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে, লেখা হয়েছে, "উহানে ফিরছে টেনিস।"
পয়লা মে থেকে খুলে দেওয়া হয়েছে উহান টেনিস কোর্ট। WTA ট্যুরের মধ্যে অন্যতম শীর্ষ টেনিস টুর্নামেন্ট এই উহান ওপেন।
করোনাভাইরাস ধরা পড়ার পর সত্তর দিনেরও বেশি লকডাউন করা হয়েছিল চিনের এই শহরকে। নতুন করে আর আক্রান্তের খবর না থাকায় আপাতত লকডাউন তুলেছে চিন সরকার।