DYFI: কোন দিকে যাবে আগামীর আন্দোলন? দিশা ঠিক করতে সম্মেলন বাম যুব সংগঠনের
শুক্রবার শুরু হয়েছে বাম যুব সংগঠনের ১১তম সর্বভারতীয় সম্মেলন। বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে শুরু হয়েছে এই সম্মেলন।
সম্মেলনের উদ্বোধন করেন পি শশীকুমার। উপস্থিত ছিলেন তপন সেন, হান্নান মোল্লা, মরিয়ম ধাওয়ালে, ময়ূখ বিশ্বাস সহ একাধিক নেতা।
পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম জমানার সাফল্য তুলে ধরার জন্য সম্মেলন অঞ্চলে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে যুব সংগঠনের তরফে। এই প্রদর্শনী উদ্বোধন করেন প্রাক্তন বাম মন্ত্রী গৌতম দেব।
যুব সংগঠনের তরফে পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রের নাম রাখা হয়েছে দিয়েগো মারাদোনা নগর। মোদী জমানায় বেকারত্বের অবস্থার কথা তুলে ধরে কর্মসংস্থানের আন্দোলন করার বার্তা দেওয়া হয়েছে উদ্বোধনে উপস্থিত নেতৃত্বের তরফে।
প্রায় পাঁচশোর বেশি প্রতিনিধি যোগ দিয়েছেন এই সম্মেলনে। সংগঠনের তরফে জানানো হয়েছে গত তিন বছরে সদস্য সংখ্যা বেড়েছে চার লক্ষের বেশি।