আগামী সপ্তাহে ব্যাঙ্ক খোলা থাকবে শুধু ২ দিন
নিজস্ব প্রতিবেদন: আগামী সপ্তাহে ব্যাঙ্ক খোলা শুধুমাত্র ২ দিন। ৩০ মার্চ ও ৩ এপ্রিল। বাকি দিন গুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। পরবর্তী রবিবার পর্যন্ত এই সমস্যায় ভুগতে হবে সাধারণ মানুষকে। এটিএম-এ টাকা থাকবে কিনা তা নিয়েও সংশয় রয়ে যাচ্ছে, কারণ ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে।
তবে এটিএম পরিষেবা বিঘ্নিত হবে না বলে জানানো হয়েছে। ৫ এপ্রিল তেকে ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবা পাবেন গ্রাহকরা। আজ চতুর্থ শনিবার আগামীকাল রবিবার। নিয়ম মেনে ব্যাঙ্ক বন্ধ।
২৯ মার্চ হোলির জন্য এই রাজ্যে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে। ৩১ তারিখ অর্থবর্ষের শেষ দিন ও পয়লা এপ্রিল পরবর্তী অর্থবর্ষের প্রথম দিন হওয়ায় ব্যাঙ্ক খোলা থাকলেও গ্রাহকেরা কোনওরকম পরিষেবা পাবেন না। এটি অবশ্য প্রত্যেক বছরই ঘটে থাকে।
এর পরে ২ এপ্রিল গুড ফ্রাইডে এবং ৪ এপ্রিল রবিবার হওয়ায় ব্যাঙ্কের পরিষেবা পাওয়া যাবে না। কিন্তু ৩ তারিখ প্রথম শনিবার তাই ওই দিন ব্যাঙ্ক খোলা থাকবে।
মাস শেষে টানা এতদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় গ্রাহকদের সমস্যা হবে তা নিশ্চিত। কিন্তু ব্যাঙ্কের তরফ থেকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে।