Exclusive: বিধাননগরের সেন্ট্রাল পার্কে প্রবেশমূল্য ১০ টাকা, গেটের বাইরে বিক্ষোভ প্রবীনদের
অয়ন ঘোষাল: সোমবার থেকে হঠাৎই করুণাময়ী সেন্ট্রাল পার্কে প্রাতভ্রমনকারীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১০ টাকা প্রবেশমূল্য। গেটের বাইরে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার প্রবীনদের।
এলাকার বাসিন্দাদের মধ্যে কেউ কেউ কেউ ১৯৮৪ আবার কেউ ১৯৯০, কেউ বা তারও আগে থেকে সল্টলেক করুণাময়ী সেন্ট্রাল পার্কের ১ নম্বর গেটের বনবীথি জোনে মর্নিংওয়াক করেন।
সব মিলিয়ে যারা মর্নিংওয়াক করেন তাঁদের মোট সংখ্যাটা প্রায় তিনশ জন। সোমবার ভোরে হঠাৎ করেই মর্নিংওয়াক করতে এসে তারা দেখেন গেটে তালা ঝুলছে।
গেট বন্ধ করে খোলা হয়েছে সঙ্কীর্ণ একটা ফাঁক। সেখান দিয়ে তাদেরই প্রবেশ করতে দেওয়া হচ্ছে সবাইকে। ভিতরে ঢুকে গেটের ভিতরে তৈরি হওয়া অস্থায়ী টিকিট কাউন্টার থেকে দশ টাকা দিয়ে টিকিট কিনছেন সবাই।
সিংহভাগ মর্নিংওয়াকার গেটের বাইরে তীব্র প্রতিবাদ জানান এই টিকিটের। অনেক অবসরপ্রাপ্ত মানুষ অনশনের হুঁশিয়ারিও দেন।
যারা টিকিট ইস্যু করছেন, তারা জানিয়েছেন তারা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের কর্মী। দফতরের নির্দেশেই তারা টিকিট বিক্রি করছেন।
মর্নিং ওয়াক করতে এসে টিকিট কাটার ঘটনা এই প্রথম। এর আগে কখনও প্রয়োজন হয়নি টিকিট এমনটাই জানিয়েছেন এলাকার মানুষ।