ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করুন, তথ্য-প্রযুক্তি কর্তার আবেদন ঘিরে শোরগোল
ফেসবুকের তথ্য ফাঁস নিয়ে ধুন্ধুমার। আর তার মধ্যেই ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে বললেন হোয়াটসঅ্যাপের অন্যতম প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটন। এর পরই কাঁপন ধরেছে বিশ্বজুড়ে।
সম্প্রতি জানা যায়, ফেসবুক ব্যাবহারকারীদের অনুমতি না নিয়েই ৫ কোটি অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য জেনে ফেলেছে কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটি সংস্থা।
জানা যায়, একটি ফেসবুক কুইজ পরিচালনাকারী সংস্থার কাছ থেকে ওই তথ্য কিনেছে তারা। প্রায় ২৭,০০,০০০ অ্যাকাউন্টের তথ্য এভাবে হাতিয়ে নিয়েছে সংস্থাটি।
যে হোয়াটসঅ্যাপের অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে ব্রায়ান অ্যাকটনের নামডাক সেই সংস্থা বর্তমানে ফেসবুকের মালিকানাধীন। ২০১৪ সালে ১,৯০০ কোটি ডলার ব্যায়ে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় ফেসবুক। তার পর ফেসবুকে বোর্ড অফ ডিরেক্টরসেও ছিলেন তিনি।
সব থেকে মজার কথা হল, ২০০৯ সালে ফেসবুকে চাকরির আবেদন করেছিলেন ব্রায়ান। কিন্তু খারিজ হয় তাঁর আবেদন।