বিতর্ক পিছু ছাড়েনি! পরপর ১১ জনের সঙ্গে সম্পর্কে জড়ান রেখা?
প্রথম জীবনে মেহবুব খানের ছেলে সাজিদ খানের সঙ্গে সম্পর্কে জড়ান রেখা
সাজিদ খানের সঙ্গে বিচ্ছেদের পর নভিন নিশ্চলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় রেখার। শাওন ভাদো-র সেটেই নাকি নভিনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন রেখা। কিন্তু বিবাহিত নবিনের সঙ্গেও তাঁর সম্পর্কে বেশিদিন স্থায়ী হয়নি
আনজানা সফরের সময় নাকি বিশ্বজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়ান রেখা। সেই সম্পর্ক স্থায়ী হয়নি বেশিদিন
এক সময় বলিউডে প্লে বয় হিসেবে খ্যাত ছিলেন জিতেন্দ্র। ওই সময় রেখা তাঁর সঙ্গে সম্পর্কে জড়ালেও, রসায়ন বেশিদিন টেকেনি
জিতেন্দ্রর সঙ্গে বিচ্ছেদের পর শত্রুঘ্ন সিনহার মধ্যে অবলম্বন খোঁজেন রেখা। দুজনের মধ্যে বন্ধুত্ব থেকে কখন তা সম্পর্কে পরিণত হয়, কেউ বুঝতে পারেননি। যদিও সেই সম্পর্কও টেকেনি বেশিদিন
শত্রুঘ্ন সিনহার সঙ্গে বিচ্ছেদের পর বিনোদ মেহরার সঙ্গে সম্পর্কে জড়ান রেখা। কিন্তু বিনোদ মেহরা তাঁদের সম্পর্কে শিলমোহর বসাননি। ফলে বিনোদ চোপড়ার মায়ের জন্য়ই নাকি তাঁর সঙ্গে সম্পর্ক ভেঙে বেরিয়ে য়ান রেখা
বিনোদ মেহরার সঙ্গে বিচ্ছেদের পর দেব আনন্দের ভাইপো যশ কোহলির সঙ্গেও রেখা সম্পর্কে জড়ান বলে শোনা যায়। যশের সঙ্গে রেখা ঘরও বাঁধেন বলে খবর। কিন্তু ভেঙে যায় সেই বিয়েও
যশ কোহলির সঙ্গে বিচ্ছেদের পর কিরণ কুমারের সঙ্গে রেখার সম্পর্ক স্থায়ী হয়নি। শোনা যায়, কিরণ কুমারকে পছন্দ করতেন না রেখা
কিরণ কুমারের সঙ্গে বিচ্ছেদের পর অমিতাভ বচ্চনের সঙ্গে রেখা সম্পর্কে জড়ান বলে শোনা যায়। যা নিয়ে এখনও পর্যন্ত জোর গুঞ্জন রয়েছে। যদিও অমিতাভ বা রেখা, কেউ এ বিষয়ে কোনও মন্তব্য় করেননি কখনও
অমিতাভ বচ্চনের সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯০ সালে দিল্লির শিল্পপতি মুকেশ অগরওয়ালের সঙ্গে রেখার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। কিন্তু বিয়ের এক বছরের মধ্যেই আত্মহত্যা করেন মুকেশ। দিল্লির এই শিল্পপতির মৃত্যুর জন্য় রেখাকে দায়ি করেন অনেকে
শোনা যায়, রবিনা ট্যান্ডনের সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্কে জড়ান রেখা। যা নিয়ে এক সময় জোর গুঞ্জন শুরু হয়। যদিও অক্ষয় কুমার কোনওদিনই এ বিষয়ে মুখ খোলেননি