বসন্তে বিষাদের সুর ভারতীয় ফুটবলে, প্রয়াত কিংবদন্তি অশোক চ্যাটার্জি
দীর্ঘ রোগভোগের পর শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি ফুটবলার অশোক চ্যাটার্জি। বয়স হয়েছিল ৭৭ বছর।
ছয়ের দশকে ভারতীয় ফুটবলে দাপিয়ে খেলতেন অশোক চ্যাটার্জি। মূলত সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলতেন তিনি।
জাতীয় দলের হয়ে মার্ডেকা কাপে গোল রয়েছে তাঁর। জাপান, হংকং, থাইল্যান্ড, পাকিস্তানের বিরুদ্ধে গোল করেছিলেন। ১৯৬৬ সালে এশিয়ান গেমসে জাপানের বিরুদ্ধে গোল রয়েছে অশোক চ্যাটার্জির।
কলকাতার দুই প্রধান মোহনবাগান আর ইস্টবেঙ্গলের জার্সিতে খেলেছেন দীর্ঘদিন। ১৯৬২-৬৮ ছয় বছর খেলেছেন সবুজ-মেরুন জার্সিতে। তারপর তিন বছর খেলেন ইস্টবেঙ্গল জার্সিতে। লাল-হলুদ জার্সিতে ইরানের পাস ক্লাবের বিরুদ্ধে আইএফএ শিল্ড ফাইনালে দুরন্ত খেলেছিলেন তিনি।
গতবছরই মোহনবাগান দিবসে জীবনকৃতি সম্মানে ভূষিত করা হয় অশোক চ্যাটার্জিকে। শনিবার মোহনবাগান তাঁবু আর ভেটারেন্স ক্লাবে নিয়ে যাওয়া হয় তাঁর মরদেহ।