Baleno: বাজারে এল নতুন বলেনো! জেনে নিন কী ফিচার রয়েছে নতুন মডেলে

Wed, 23 Feb 2022-2:43 pm,

সিগ্মা মডেলটির দাম ৬লক্ষ ৩৫ হাজার টাকা

ডেল্টা মডেলের ম্যানুয়াল গিয়ারের দাম ৭লক্ষ ১৯ হাজার টাকা এবং AGS গিয়ারের দাম ৭লক্ষ ৬৯ হাজার টাকা

জিটা মডেলের ম্যানুয়াল গিয়ারের দাম ৮লক্ষ ০৯ হাজার টাকা এবং AGS গিয়ারের দাম ৮লক্ষ ৫৯ হাজার টাকা

আলফা মডেলের ম্যানুয়াল গিয়ারের দাম ৮লক্ষ ৯৯ হাজার টাকা এবং AGS গিয়ারের দাম ৯লক্ষ ৪৯ হাজার টাকা

মারুতি তাদের পুরনো CVT গিয়ার বক্স বদলে সেই জায়গায় AGS গিয়ারবক্স নিয়ে এসেছে। এছাড়াও ১.২ লিটারের ইঞ্জিনটি একই থাকছে। 

এই গাড়িটি ৫ ধরনের রঙে পাওয়া যাবে। মোট ৪টি ভেরিয়েন্ট দেখা যাবে এই মডেলে। এগুলি হল, সিগ্মা, ডেল্টা, জিটা, আলফা।  

Maruti Suzuki Baleno ফেসলিফ্ট এই সেগমেন্টের এবং উপরে অনেকগুলি সেগমেন্টে প্রথম গাড়ি যা হেড-আপ ডিসপ্লে অফার করে। HUD ছাড়াও, নতুন-যুগের Maruti Suzuki Baleno-তে ARKAMYS সাউন্ড সিস্টেম সহ একটি বড় ৯-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম পাওয়া যাবে।

মারুতি সুজুকি ব্যালেনোতে সহজ পার্কিংয়ের জন্য ৩৬০-ভিউ ক্যামেরা থাকবে। এই ব্র্যান্ডের লাইনআপের প্রথম গাড়ি যেটিতে ৬-এয়ারব্যাগ সহ ১৯টি অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন EBD, ESP রয়েছে। এই গাড়িতেই প্রথমবার ৪০ এর বেশি ফিচার সহ মারুতি কানেক্ট পরিষেবা দেওয়া হবে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link