বিদেশে বিয়ে সেরে দেশে ফিরলেন `দীপবীর`, দেখুন প্রথম ছবি
ঘি-রঙা কুর্তা পাজামা, জ্যাকেট , চুড়িদার আর বেনারসি পাড় দোপাট্টা, সিঁথি ভর্তি সিঁদুর, মেহেন্দি হাতে সোনার কঙ্কন- এক কথায় অনবদ্য। ‘দীপবীর’এর এই ছবিতে মুখে আসবে শুধু এই একটাই শব্দ।
বিয়ের মাত্রা দুটি ছবি প্রকাশ্যে এসেছে। বহু অনগামীদেরই তাতে মন ভরেনি। তবে এই ছবি দেখে মন ভরে যাবে আপনারও। মুম্বইতে আসার পর রণবীর-দীপিকার প্রথম ছবি প্রকাশ্যে এল।
বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে সেজেছেন ‘দীপবীর’।
কঙ্কনি ও সিন্ধি, দুই রীতির বিয়ের সাজেই মোহময়ী দেখাচ্ছিল 'পদ্মাবতী'।
বিয়ের পর এই সাজে দীপিকা যেন আরও বেশি স্নিগ্ধ লাগছে।
কঙ্কনি রীতিতে বিয়ের দিন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার শাড়িও সিন্ধি রীতিতে বিয়ের দিল সব্যসাচীরই ডিজাইন করা ট্রাডিশনাল লেহেঙ্গা পরেছিলেন দীপ্পি।
জানা যাচ্ছে সিন্ধি বিয়েতে দীপিকা যে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গা পরেছিলেন লেহেঙ্গার দাম ৮.৯৫ লক্ষ টাকা।
মুম্বইয়ের অনুষ্ঠানে এখন ‘দীপবীর’ কোন সাজে চমক দেখান, এখন তাঁর অপেক্ষার ভক্তকূল।