১০১ বছরের ঐতিহ্য ভাঙল বাগবাজার গৌড়ীয় মিশন
এই বছর প্রথম ১০১ বছরের পুরোনো ঐতিহ্য ভেঙে জন্মাষ্টমীর নগরকীর্তন বাতিল করল বাগবাজারের গৌড়ীয় মিশন। এর অন্যতম কারণ করোনা।
মিশনের প্রেসিডেন্ট ভক্তি সুন্দর মহারাজ বলেন, আগে নগরকীর্তনের দিন সাড়ে চারশো জন লোক হত।
গোটা উত্তর কলকাতা ঘুরে ঘুরে নাম কীর্তন করা হত। কিন্ত এই বছর মাত্র ২৫ জনকে নিয়ে মন্দিরের সামনেটুকু পর্যন্ত যাওয়া হয়।
করোনার কারণেই এবং প্রশাসনের গাইডলাইন মেনেই এই সিদ্ধান্ত বলেও জানান মহারাজ।