Machu Picchu: অবশেষে খুলে দেওয়া হল মাচুপিচু! এতদিন কেন বন্ধ ছিল জানেন?

Soumitra Sen Thu, 16 Feb 2023-4:43 pm,

পেরুর দক্ষিণাঞ্চলে এখনো বিক্ষোভ, সড়ক অবরোধ চলছে। তবে সম্প্রতি কয়েক দিনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। মাচুপিচু ও কাসকো শহরের মধ্যে চলাচল করা সব ট্রেনই স্থগিত করে দেয় পেরু সরকার।

তবে এবার পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন ও নেতাদের সঙ্গে কথাবার্তার পরে মাচুপিচু খুলে দেওয়া হয়। মাচুপিচুতে নিরাপত্তা ও পরিবহণব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনাও করা হয়েছে।

মাচুপিচু খুলে দেওয়ায় আর্জেন্টিনার পর্যটকেরাই এই মুহূর্তে সব চেয়ে বেশি সুবিধা পাবেন। কেননা এই সময় সেখানে গরমের ছুটি চলছে।

সোশ্যাল মিডিয়ায় এক মহিলা লিখেছেন ১৩ ফেব্রুয়ারি তাঁরা কাসকোতে পৌঁছেছেন। আর তার ঠিক পরেই মাচুপিচু খুলে দেওয়া হল। এটা দারুণ!

 

ইতিহাসবিদেরা বলেন, মাচুপিচু নির্মিত হয়েছিল ১৫ শতকে। ইনকা সাম্রাজ্যের কোনো সম্রাটের জন্য এটি নির্মাণ করা হয়েছিল। স্প্যানিশ শাসনকালে এটি পরিত্যক্ত ছিল। 

তবে ১৯১১ সালে পর্যটনবিষয়ক গবেষক হিরাম বিংঘাম এটি আবিষ্কার করেন। তার পর থেকেই এটি জনপ্রি হয়, ক্রমশ বিশ্বের আকর্ষণ বাড়ে, পর্যটকেরা দেখতে ছোটেন এটা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link