`গোঁফ দিয়ে যায় চেনা`, ১৮ ইঞ্চিতেই বিশ্বে প্রথম
নিজস্ব প্রতিবেদন: বিশ্বখ্যাত গোঁফ। আর সেই গোঁফেই পরিচিতি তাঁর। কোটি কোটি মানুষের মধ্যে তিনিই একজন। যাঁর এত্ত বড় গোঁফ রয়েছে।
ইনি Mj। nasdaily-র ভিডিওতেই তার পরিচিতি আর একটু বেড়ে গিয়েছে। কারণ, সাধারণত বিদেশ বিঁভুইয়ের খবর সচারচর মেলে না। বলা যায়, nasdaily Mjর বিশ্বখ্যাত হতে অনুঘটকের মত কাজ করেছেন।
১৮ ইঞ্চি লম্বা তাঁর গোঁফ। ১২ বছরের পুরোনো। যা জিতে নিয়েছে club belle moustache।
আমেরিকার মিনেসোটার বাসিন্দা Mj Johnson। ১২ বছর আগে একটি অন্ধকার বেসমেন্টে বসে ছিলেন। সেখানে তিনি একটি প্রতিযোগীতার পোস্টার দেখেন। যাতে লেখা ছিল, গোঁফের প্রতিযোগীতা বিশ্বজুড়ে।
এই প্রতিযোগীতা খুবই অদ্ভুত। আজব রকমের। তাতেই অংশগ্রহণ করেন Mj। এবং প্রথম স্থান অধিকার করেন।
সারা রাত ধরে তিনি ভাবতে থাকেন বিশ্ব সেরা গোঁফের শিরোপা জিতে নিতে হবে। প্রথম তিনি নিজের রেজার টা ফেলে দেন। বাড়তে দেন গোঁফ দাড়ি।
গোঁফে থাকতে হবে ইউনিক লুকের চুল। দেখতেও হবে পৃথক। শুধু তাই নয়, গোঁফ নিয়ে স্টেজে কেমন ভাবে পারফর্ম করবেন তার উপর নির্ভর করবে।
গোঁফই তাঁর এখন পরিচয়। এখন তিনি গোঁফ দাড়ি পরিচর্যা করার বিজ্ঞপনের অভিনেতা।