নগ্নতা-ই জীবনের অবাধ স্বাধীনতা!
সাহস। এক আকাশ সাহস। এক নদী সাহস। নিজেকে নগ্ন করার সাহস। এর মধ্যেই রয়েছে স্বাধীনতা। আর এই স্বাধীন চেতনা-ই নিজেকে মেলে ধরে। চিত্র ভাস্কর পেদ্রো নেল গোমেজ এই ভাবনাকেই তুলে ধরেছিলেন তাঁর ক্যানভাসে।
কলম্বিয়ান শিল্পীর তুলি প্রতিটা ক্যানভাসে এক একটা শরীরকে জীবন্ত করে তুলেছে।
চোখে হারিয়ে যাওয়া, ঠোঁটে চুমুক দেওয়ার ইচ্ছা, বক্ষে সমাধিস্থ হওয়ার অদম্য বাসনা- পেদ্রো নেল গোমেজের আঁকা এক একটা ছবি যেন একটা কাব্য বলে যায়।
সেই শিল্পীর আঁকা ১২০টি ছবি নিয়েই সম্প্রতি একটি প্রদর্শনী হয়ে গেল।
শিল্পী পেদ্রো নেল গোমেজের নামে নামাঙ্কাতি প্রদর্শনী শালাতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
যেখানে পেদ্রো নেল গোমেজের ছবি দেখতে হাজির হয়েছেন ৮০০ কলম্বিয়ান নাগরিক। তাঁরা প্রত্যেকেই নিজের পোশাক রেখে এসেছিলেন প্রদর্শনীশালার বাইরে।
অ্যাজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) সেই প্রদর্শনীশালার ছবি সকলের সামনে নিয়ে আসতেই তা নিয়ে চর্চা শুরু হয়। দেখুন সেই ছবি-
ছবি- অ্যাজেন্সি ফ্রান্স প্রেস