তৈমুরের জন্মদিন উপলক্ষে সেজে উঠছে পাতৌদির প্রাসাদ, দেখুন সেই ছবি
আগামী ২০ ডিসেম্বর হরিয়ানার এই পাতৌদি প্রাসাদেই পালিত হবে ছোট্ট নবাব তৈমুর আলি খানের প্রথম জন্মদিন। তবে ঘটা করে নয়, শুধুমাত্র পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই পালিত হবে জন্মদিনের অনুষ্ঠান।
পাতৌদি প্রাসাদে ছোটে নবাব সইফ আলি খান ও বেগম করিনা কাপুর খান।
সইফ আলি খানের পাতৌদি প্রাসাদেই হয়েছিল শাহরুখ-প্রীতির 'বীর-জারা' সিনেমার শ্যুটিং। এই প্রাসাদকে প্রীতি জিন্টার বাড়ি হিসাবে সিনেমায় তুলে ধরা হয়েছিল।
পাতৌদি প্রাসাদের অন্দরে দাঁড়িয়ে ছোটে নবাব সইফ আলি খান পাতৌদি।
পাতৌদি প্রাসাদের অন্দরমহলের ছবিটা এমনই রাজকীয় ও সাবেকি সাজে সাজানো।
তৈমুরের প্রথম জন্মদিনের সেলিব্রেশন হবে পাতৌদি প্রাসাদেই, ইতিমধ্যেই তাই হরিয়ানার পাতৌদি প্রাসাদে পৌঁছেছেন কাপুর ও পাতৌদি পরিবার।
কিছুদিন আগেও এই প্রাসাদটি একটি হোটেল সংস্থাকে লিজ দেওয়া হয়েছিল। তবে সেই লিজের মেয়াদ শেষ হতে এই প্রাসাদ আপাতত পাতৌদিদের।
ব্রিটিশ শাসনের অবসানের পর পাতৌদি রাজ্য ভারত অধিরাজ্যে যোগ দেয়। ১৯৭১ সালে ভারতের সংবিধানের ২৬তম সংশোধনীর মাধ্যমে উপাধি, সুবিধা ও ভাতাসহ দেশীয় রাজ্য গুলির সমস্ত দাপ্তরিক প্রতীক বিলুপ্ত করা হয়।
পাতৌদির ৮ম নবাব ইফতিখার আলি খান পাতৌদি ইংল্যান্ড ও ভারত উভয় দেশের হয়ে ক্রিকেট খেলেছেন। তিনি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। তার পুত্র মনসুর আলি খান পাতৌদিও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হন।
ইঙ্গ-মারাঠা যুদ্ধের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পনিকে সাহায্য করার জন্য ৪০টি গ্রাম ও পতৌদি শহর উপহার হিসাবে দেওয়া হয় পাতৌদির প্রথম নবাব ফাইজ তালাব খানকে।
পাতৌদি রাজ্য ছিল ব্রিটিশ শাসিত ভারতের একটি অংশ। ৫২ বর্গ মাইল আয়তনের এই রাজ্য ছিল হরিয়ানার অন্তর্গত।
হরিয়ানার পাতৌদি প্রাসাদের অন্দরমহলের সাজ সরঞ্জাম এমনই রাজকীয়। ভিতরে রয়েছে বহু মূল্যবান আসবাবপত্র।
করিনা-সইফ আলি খানের ছোট্ট নবাব তৈমুর আলি খানের জন্মদিন উপলক্ষ্যে পাতৌদি প্রাসাদে পৌঁছেছেন মাসি করিশ্মা কাপুর খান। তৈমুরের প্রথম জন্মদিনে কীভাবে পাতৌদি প্রাসাদ সাজিয়ে তোলা হচ্ছে সেই ছবি পোস্ট করেছেন করিশ্মা।