মধ্যবিত্তের জন্য দুর্দান্ত ফিচারের সঙ্গে আসছে Poco M3, রয়েছে ৬০০০ mAh ব্যাটারি ৪৮Mp ক্যামেরা
নিজস্ব প্রতিবেদন: Poco M3 ২ ফেব্রুয়ারি লঞ্চ হবে ভারতে। একটি ভিডিও শেয়ার করে টুইটারে জানিয়েছে স্মার্টফোন নির্মাতা। নভেম্বরে গ্লোবালি লঞ্চ হলেও ভারতের স্মার্টফোন প্রেমীরা এই ফোনের নাগাল পায়নি।
সাধ্যের দামে পাওয়া যাবে Poco M3। ১০ হাজার থেকে ১১ হাজারের মধ্যে দাম থাকবে এই ফোনের। একেবারে নতুন বছরের বাজেট ফোন।
Poco M3র টিজার প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে নীল, কালো ও হলুদ রঙে পাওয়া যাবে Poco M3।
৬.৫৩ ইঞ্চির স্ক্রিন রয়েছে Poco M3 ফোনে। সঙ্গে পাওয়া যাবে FHD+ ও Corning Gorilla Glass 3। এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 662 chipset সঙ্গে Adreno 610 GPU।
৬৪ জিবির সঙ্গে ১২৮ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে Poco M3। তিনটি ক্যামেরা রয়েছে। ৪৮ মেগাপিক্সেলের সঙ্গে ২ মেগাপিক্সেলের depth ও macro সেন্সর রয়েছে। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
৬০০০ mAh ব্যাটারিতে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং । USB Type-C পোর্ট থাকছে ফোনে।