ঋষি কাপুরের আরেক নাম `চিন্টু` তাঁর এই নামকরণ কীভাবে হয়েছিল জানেন?
ঋষি কাপুরের ডাক নাম হল চিন্টু। তাঁর পরিবারের অনেকজনকে এবং ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে চিন্টু বলেই ডাকেন।
এই চিন্টু নাম নিয়ে ঋষি কাপুরকে অনেক বিড়ম্বনাতেই পড়তে হয়েছিল।
একবার টুইট করে ঋষি কাপুর নিজেই বলেছিলেন, ''চিন্টু থেকে ঋষি নামে ফিরতে অনেক কষ্ট করতে হয়েছে। তাই আমার মনে হয় ছেলেমেয়েদের ডাক নাম দিতে নেই। আমি আমার ছেলেমেয়েদের ডাক নাম দিইনি।''
২০০৯ সালে একটি ছবিতে তাঁর নাম চিন্টু হয়েছিল।
নিজের এই চিন্টু ডাক নামটি এক্কেবারেই পছন্দ ছিল না ঋষি কাপুরের।
একটি সাক্ষাৎকারেই তাঁর নাম চিন্টু হওয়ার গল্প নিজেই জানিয়েছিলেন অভিনেতা।
বলেছিলেন, ''একবার আমার দদা রণধীর কাপুর স্কুলে গিয়েছিল। সেখানে ও একটি কবিতা হাতে পায়। যাতে লেখা ছিল ছোটে সে চিন্টু মিয়া, লম্বি সি পুঁচ, জাহা যায়ে চিন্টু মিয়া, ওয়াহা যায়ে পুঁচ। আমি যেহেতু বাড়ির ছোট ছেলে ছিলাম তাই সেই চিন্টু নামটি আমার ডাকনাম হয়ে গেল।'
ভাবুন তো কী কাণ্ড, শেক্সপিয়ার যতই বলুন, নামে কী আসে যায়, কিন্তু নামে আসে যায় বৈকি! তাই নয় কী?