শৈত্যপ্রবাহের দাপটে ২৪ ঘণ্টায় ০ ডিগ্রি হতে চলেছে দিল্লির তাপমাত্রা?
নিজস্ব প্রতিবেদন: হাড় কাঁপানো ঠাণ্ডা। এক লাফে কমছে তাপমাত্রার পারদ। রাজধানী শূন্য ডিগ্রির পথে। এমনটাই বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস।
মঙ্গলবার দিল্লিতে বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ২৪ ঘণ্টায় সেই তাপমাত্রা কমতে পারে আরও ২ ডিগ্রির বেশি। তাই দিল্লীর বেশ কিছু জায়গা ০ ডিগ্রি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকার পাহাড় ইতিমধ্যে বরফে ঢেকে গিয়েছে। জম্মু-কাশ্মীর সহ বেশ কিছু এলাকা, হিমাচল প্রদেশের শিমলা, মানালী, ডালহৌসি ঢেকে গিয়েছে বরফের চাদরে। বইছে শৌত্যপ্রবাহ।
জানা যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার জন্য তাপমাত্রা বেশি রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ কাটলে আরও তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলা জানান হচ্ছে। কারণ মেঘ সরলেই ঢুকবে উত্তরের হাওয়া।
শৈত্যপ্রবাহের দাপটে ডিসেম্বরের ৩০ ও ৩১ তারিখ থেকে বছর শুরুতে তাপমাত্রা আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে।