এবছর হাড় কাঁপানো ঠান্ডায় জমবে ভারত, বলছে আবহাওয়া দফতর

Tue, 03 Nov 2020-11:15 am,

নিজস্ব প্রতিবেদন: শীত আসছে। তবে এবার বেশ তাড়াতাড়ি। যা গত ৫৮ বছরে হয়নি। মঙ্গলবার সকালে কুয়াশার চাদরে ঢেকেছিল ভোরের শহর ও শহরতলি।

 

অন্যদিকে,দিল্লির তাপমাত্রা জাঁকিয়ে শীত পড়ার ইঙ্গিত দিচ্ছে। অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকেই এক ধাক্কায় কমতে শুরু করেছে তাপমাত্রা। গায়ে শির শিরে কাঁপুনিতে, মোটা পোশাক টেনে বের করতে হচ্ছে শহরবাসীদের।

এই সময় এতটা ঠান্ডা পরে না বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। গত ৫৮ বছর পর এমনটা ঘটল বলেও জানিয়েছে তারা।

অকালে শীত। দিল্লিতে তাপমাত্রা নভেম্বরের শুরুতেই ১৭.২ ডিগ্রীতে। কোথাও কোথাও ফাঁকা নির্জন এলাকায় তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ১৫ ডিগ্রীতে।

জম্মু-কাশ্মীর, শ্রীনগরে তাপমাত্রা শূন্য। লুধিয়ানা, পাঞ্জাব পুনে ও দেরাদুনের তাপমাত্রা ১৪.৩ ডিগ্রী।

এই পরিস্থিতিকে লা নিনা অবস্থা বলছে আবহাওয়া দফতর।

তাদের কথায়, "যেহেতু দুর্বল লা নিনার অবস্থা বিরাজ করছে, আমরা এই বছর আরও বেশি শীত আশা করতে পারি।"

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link