Durga Puja 2024: উত্সব সবার, মহরমের দিন থিম প্রকাশ হল গৌরিবেড়িয়া সর্বজনীনের পুজোর

Thu, 18 Jul 2024-10:46 am,

উত্তরের অন্যতম প্রাচীন বারোয়ারী দুর্গাপুজো গৌরিবেড়িয়া সর্বজনীন নানাভাবে ইতিহাসের পাতায় জায়গা করেছে বারবার। এবার সেই সেই পুজোয় আয়োজন শুরু হয়ে গেল অনেক আগে থেকেই। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

বুধবার হল পুজোর প্রাথমিক সূচনা। প্রকাশিত হল থিম। মহরম মাসের দশম দিনে এই থিম প্রকাশের দায়িত্ব তুলে দেওয়া হল ভিন্ন ভিন্ন ধর্মের ৯ কন্যার হাতে। কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিষ্টান। এই ভিন্ন ধর্মের ৯ কন্যাকে কুমারী রূপে, নব দুর্গা রূপে পুজো করা হল দুর্গা মায়ের সামনে। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

ওইসব কিশোরীরা কুমারী মায়ের বেশে গৌরিবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসবের ২০২৪ এর প্রারম্ভিক লগ্নে বাংলার শ্রেষ্ঠ উৎসবের কার্টেন রেইজার হিসেবে অবতীর্ণ হবে। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

থিম প্রকাশ অনুষ্ঠানে পুজো কমিটির সদস্যরা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভার উপনির্বাচনে জয়ী সদ্য নির্বাচিত বিধায়ক সুপ্তি পান্ডে, ছিলেন শ্রেয়া পাণ্ডেও । -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

একসময় এই গৌরিবেড়িয়ার পুজোর প্রাথমিক সূচনায় প্রতি বছর দেখা যেত সাধন পান্ডে কে। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link