অটিস্টিক বাচ্চাদের সুস্থ করে তুলতে এই থেরাপিগুলো ব্যবহার করুন
প্রত্যেক শিশুর মতো অটিজম রোগে আক্রান্ত শিশুরাও আমাদের কাছে ততটাই স্পেশাল। তারা আমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষদের থেকে অনেক বেশি আবেগপ্রবণ এবং সংবেদনশীল। তাই এই সমস্ত শিশুদের সঙ্গে তেমনই আচরণ করা উচিত্, যাতে এই সমস্ত শিশুরা আস্তে আস্তে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। অটিস্টিক বাচ্চাদের পড়াশোনা, সামাজিক ব্যবহার শেখানোর জন্য তাদের সঙ্গে কথা বলা প্রয়োজন।
গন্ধ, স্পর্শ, আওয়াজ প্রভৃতি এই সমস্ত অনুভূতিগুলোর সঙ্গে পরিচয় করাতে হবে এই সমস্ত বাচ্চাদের।
অটিস্টিক বাচ্চাদের মনের জোর বাড়ানোর খুবই জরুরি। আর এর জন্য উদ্যোগ নিতে হবে বাচ্চাদের অভিভাবকদেরই। তারা যাতে একসঙ্গে অনেক প্রশ্নের উত্তর দিতে পারে, নিজের সমস্যার সমাধান নিজেরাই করতে পারে, সেদিকে নজর দিতে হবে।
ভার্বাল বিহেভিয়ার থেরাপি অটিস্টিক বাচ্চাদের জন্য খুবই উপকারী। এর মাধ্যমে বাচ্চারা অন্যের সঙ্গে ভাব আদান প্রদান করতে শেখে।
অটিস্টিক বাচ্চাদের আবেগ সংযত রাখা, ব্যবহার শেখানো, মনের ভাব সকলের কাছে প্রকাশ করতে পারা শেখানো খুব জরুরি।
অটিস্টিক বাচ্চাদের সঙ্গে সমাজের পরিচয় করানো খুব জরুরি। এর জন্য তাদের অন্যান্য বাচ্চা এবং তাদের পরিবারের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর ব্যবস্থা করুন। যাতে তারা একে অপরের সঙ্গে অনেকটা সময় কথাবার্তা বলতে পারে।
অটিস্টিক বাচ্চাদের পড়াশোনা শেখানোর জন্য কংবা তাদের সঙ্গে কথা বার্তা বলার জন্য অনেক ধৈর্য্যের প্রয়োজন। খুব ধৈর্যের সঙ্গে তাদের সমস্যার কথা শুনতে হবে। যাতে কোনওভাবেই তারা রেগে না যায়। মনে রাখা দরকার, অটিস্টিক বাচ্চারা আমাদের তুলনায় অনেক বেশি আবেগপ্রবণ হয়।
অটিজমে আক্রান্ত শিশুদের স্পষ্ট করে কথা বলতে পারা একটা বড় সমস্যা। তাই ধীরে ধীরে বাচ্চাদের কথা বলানোর অভ্যাস করাতে হবে।