`বাড়িতে বাথরুম নেই, পায়খানা করতে বেরিয়েছি` মাঝরাস্তায় দাঁড়িয়ে পুলিসকে সাফ জবাব

Thu, 23 Jul 2020-10:52 am,

বৃহস্পতিবার সম্পূর্ণ লকডাউন, বাড়ি থেকে বেরোতে মানা! অবশ্যই এর আওতার বাইরে জরুরি পরিষেবা । কিন্তু অকাজে, নানান ছুতো, অজুহাতে যদি বাড়ি থেকে কেউ বের হন, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, আগেই সতর্ক করে দিয়েছে প্রশাসন ।

বৃহস্পতিবারের চিত্রটা যেমনটা আশা করা হয়েছিল, ঠিক ততটাও স্বচ্ছ হল না ।  তবে এর মধ্যেই ব্যতিক্রমী এক দৃষ্টান্ত । পুলিস হাসবে না কাঁদবে- বুঝেই উঠতে পারছে না ।

সাদা সেন্ডো গেঞ্জি আর লুঙ্গি, মুখে মাস্ক- মাঝবয়সী এক ব্যক্তিকে দেখেই দুঁদে পুলিসকর্তারা বুঝে গিয়েছেন, কোনও কাজে তো অবশ্যই তিনি রাস্তায় বের হননি । কেনো বেরিয়েছেন লকডাউনে? রাস্তা আটকে ওই ব্যক্তিকে প্রশ্ন করে পুলিস । সামনে তখন ক্যামেরা নিয়ে হাজির আমরাও ।

ব্যক্তির সাফ জবাব, “বাড়িতে বাথরুম নেই। তাই পায়খানা, স্নান করতে বেরিয়েছি।“

 অদ্ভুত এই উত্তরে হাসবে না কাঁদবে বুঝতে পারছেন না পুলিসকর্তারা। নিউ আলিপুর মোড়ে যারা বিনা কারণে বেরিয়েছেন, তাঁদের নাম ঠিকানা কারণ লিখছে পুলিস। আর সেখানেই মিলল এই অদ্ভূত উত্তর। তবে এসবের শেষে একটা প্রশ্ন থেকেই গেছে, কলকাতায় এমন অনেক মানুষ রয়েছেন এখনও, যাঁদের বাড়িতে বাথরুম পর্যন্ত নেই! এই ব্যক্তি সোজাসাপটা উত্তর দিয়ে সেটাই ফের প্রমাণ করলেন।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link