``লাহোরে কোনওদিন তুষারপাত হয়তো সম্ভব, কিন্তু ভারত—পাকিস্তান সিরিজ অসম্ভব``
গাল ভর্তি পাকা দাড়ি। এমন অবস্থায় এর আগে সুনীল গাওয়াস্কারকে কেউ দেখেছে কোনওদিন! তিনি সব সময় সাজগোজ করে আসেন ক্যামেরার সামনে। এখন তো তিনি পেশাদার ধারাভাষ্যকার। তবে এই কদিন তিনি পুরো সময় বাড়িতে। লকডাউনের জন্য দাড়ির এমন অবস্থা বলে জানালেন সানি গাওয়াস্কার।
কথা হচ্ছিল ভারত—পাকিস্তান ক্রিকেট সিরিজ আয়োজনের সম্ভাবনা নিয়ে। সুনীল গাওয়াস্কার সাফ জানিয়ে দিলেন, তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আর কোনও সম্ভাবনা দেখছেন না।
একটি অনলাইন টক শো চলছিল। সেখানে শোয়েব আখতারের কিছুদিন আগে জানানো একটি প্রস্তাবের কথা ওঠে। আখতার বলেছিলেন, করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্যের জন্য ভারত—পাকিস্তান ম্যাচ আয়োজন করা যেতে পারে। তা হলে তহবিল সংগ্রহে সুবিধা হবে। তবে আখতারের এমন প্রস্তাবের বিরোধিতা করেছিলেন কপিল দেব। এবার মুখ খুললেন গাওয়াস্কার।
তিন ম্যাচের ভারত—পাকি সিরিজ আয়োজনের পক্ষে সওয়াল করেছিলেন শোয়েব আখতার। সানি গাওয়াস্কার সেটা শুনে বললেন, দেখুন আমার মনে হয় ভবিষ্যতে কখনে লাহোরে হয়তো তুষারপাতও হতে পারে। কিন্তু ভারত—পাক সিরিজ আর আয়োজিত হতে পারে না।
টক শো—এর সঞ্চালক রামিজ রাজাকে গাওয়াস্কার আরও বলেন, কোনও আইসিসি ইভেন্ট বা বিশ্বকাপে হয়তো ভারত—পাকিস্তান আবার মুখোমুখি হবে। সমর্থকদের এখন ওই ম্যাচ দেখেই সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু দুই দেশের সিরিজ অসম্ভব।