Whatsapp, পিএফ অ্যাকাউন্ট থেকে চেক পেমেন্ট- জেনে নিন ১ জানুয়ারি থেকে এই ১০ বদল

Fri, 25 Dec 2020-11:02 pm,

নতুন বছরে ল্যান্ডলাইন থেকে মোবাইলে কল করার ক্ষেত্রে আগে '0' ডায়াল করতে হবে। ১০ ডিজিটের নম্বরের আগে শূন্য ডায়াল বাধ্যতামূলক করেছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস (DOT)। 

নতুন বছরে কয়েকটি আইফোনে ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। iOS 9 অথবা Android 4.0.3 অপারেটিং সিস্টেমে কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

অ্যামাজন পে, গুগল পে, ফোন পে-র মতো ইউপিএই পেমেন্টে অতিরিক্ত কড়ি খসতে পারে। থার্ড পার্টি অ্যাপের উপরে ১ জানুয়ারি থেকে অতিরিক্ত চার্জ চাপিয়েছে এনপিসিআই (NPCI)।       

পয়লা জানুয়ারিতে ৬ কোটির বেশি পিএফ অ্যাকাউন্টে ৮.৫ শতাংশ হারে সুদের টাকা জমা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। 

 

চেকে লেনদেনে 'পজিটিভ পে' চালু করছে আরবিআই। ৫০ হাজারের বেশি অর্থের পেমেন্টে পুনর্নিশ্চিত করতে হবে চেকদাতাকে।  

কনট্যাক্টলেস কার্ড পেমেন্টের লিমিট ২ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করেছে আরবিআই। পিন ছাড়াই ৫,০০০ টাকা পর্যন্ত নগদ পেমেন্ট করা যাবে।       

নতুন বছরের শুরুতেই 'সরল বিমা পলিসি' আনছে সব বিমা সংস্থাগুলি। লাভবান হবেন স্বল্প আয়ের ব্যক্তিরা। কম টাকার প্রিমিয়ামেও টার্ম প্ল্যান কিনতে পারবেন তাঁরা। এর পাশাপাশি বিভিন্ন বিমাসংস্থাগুলির মধ্যে তুলনা করে সেরাটা বেছে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা।       

 

সরল করা হচ্ছে জিএসটি রিটার্নের (GST) প্রক্রিয়া। এতে উপকৃত হবেন প্রায় সাড়ে ৯৪ লক্ষ ছোট ব্যবসায়ী। ৫ কোটি টাকা পর্যন্ত টার্নওভার রয়েছে এমন সংস্থাকে বছরে ৪বার রিটার্ন জমা দিতে হবে। এখন ১২টি রিটার্ন জমা দিতে হয়।           

পয়লা জানুয়ারি থেকে চার চাকার যানে বাধ্যতামূলক হচ্ছে ফাসট্যাগ (Fastag)। সংশোধিত মোটরযান আইন ১৯৮৯-র নিয়ম অনুযায়ী, ২০১৭ সালের ১ ডিসেম্বরের আগে বিক্রিত সমস্ত চার চাকার যানে ফাসট্যাগ আবশ্যক বলে নির্দেশিকা দিয়েছে সড়ক, পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক।    

২০২১ সালে দামি হচ্ছে দুই ও চার চাকার যান। বিভিন্ন মডেলের গাড়িতে দাম বাড়াচ্ছে মারুতি সুজুকি। এমজি মোটর, রেনল্ট ইন্ডিয়াও দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে। হিরো মোটোকর্পও ১৫০০ টাকা পর্যন্ত দামবৃদ্ধির করতে চলেছে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link