IPL 2021: Krunal Pandya ঘড়ি বলতে অজ্ঞান! কালেকশনে আছে কোটি-কোটি টাকার টাইমপিস

Mon, 19 Apr 2021-8:24 pm,

বলিউড সেলেব থেকে ক্রিকেটার, ঘড়ির প্রতি অনেকেরই রয়েছে অমোঘ আকর্ষণ! আর এই তালিকায় অন্যতম নাম ক্রুনাল পাণ্ডিয়া (IPL 2021)৷ মুম্বই ইন্ডিয়ান্সের (MI) তারকা অলরাউন্ডার গর্ব করতে পারেন তাঁর ঘড়ির সম্ভারের জন্য৷ বিশ্বের তাবড় ঘড়ি নির্মাতাদের সেরার সেরা মডেলই রয়েছে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) দাদার কাছে৷ ক্রুনালের কব্জিতে শোভা পায় কোটি-কোটি টাকার টাইমপিস৷ 

দেখতে গেলে পোশাকের সঙ্গে মানানসই ঘড়িই বেছে নেন ক্রুনাল৷ কোনওটা স্পোর্টি ট্রেন্ডি লুক তো, কোনওটা আবার ক্লাসিক লুক৷ এটা বোঝা যায় যে, ক্রুনাল ভীষণ ভাবে নিজের স্টাইল স্টেটমেন্টে আলাদা করে ঘড়িকে স্থান দিয়েছে৷

ক্রুনালের ঝোঁক মূলত স্টিল ব্য়ান্ডের প্রতিই৷ তাঁর কালেকশনে স্টিল ব্য়ান্ডের সম্ভারই তুলনামূলক ভাবে বেশি৷ ক্রুনাল ইনস্টাগ্রামে প্রায়ই ছবি পোস্ট করেন৷ সেখানে তাঁর কব্জিতে ঘড়িগুলি আলাদা করে নজর কেড়ে নেয়৷

ক্রুনাল কিন্তু বরাবরই তাঁর ঘড়ি শো-অফ করতে ভালবাসেন৷ সেটা পার্টি হোক বা ফটোসেশন৷ ক্রুনালের হাতের দিকে তাকালেই বোঝা যায় তা স্পষ্ট৷

রয়েছে Audemars Piguet Royal Oak in Frosted Gold৷ নামই বলে দিচ্ছে যে, এই ঘড়ি ১৮ ক্যারাট হোয়াইট গোল্ডে তৈরি৷ মহামূল্যবান ঘড়ির মধ্যেই এই ঘড়িটি৷ এর দাম ভারতীয় মুদ্রায় ৫৩ লক্ষ ৪৯ হাজার টাকা৷ আরেকটি নীলের ওপর হোয়াইট-গোল্ড ডায়ালে Audemars Piguet Royal Oak Chronograph রয়েছে ক্রুনালের৷ যাঁর দাম ভারতীয় মুদ্রায় ২২.৭৫ লক্ষ টাকা৷

শুনতে অবাক লাগলেও ক্রুনালের কাছে থাকা সবচেয়ে কম দামি ঘড়িটি Breitling Navitimer 1 B01 Chrono 46৷ সামুদ্রিক কর্মী এবং নৌ আধিকারিকদের কথা মাথায় রেখে বানানো এই ঘড়িটি ম্যাপ রিডিং ও জল পথে পথ নির্দেশক হিসাবে কাজ করে৷ স্টিলের ওপর অসাধারণ রুবির কাজ দেখা যায় এই মডেলের ঘড়িতে৷ এর দাম ভারতীয় মুদ্রায় ৬.৯ লক্ষ টাকা৷

ঘড়ি সংগ্রাহকদের কাছে রোলেক্স (Rolex) একটা আলাদাই আবেগ৷ ক্রুনালের কাছেও রয়েছে একাধিক রোলেক্সের ঘড়ি৷ Rolex GMT Master 2 18K Rose Gold (ভারতীয় মুদ্রায় দাম ১.১৪ কোটি টাকা), ক্লাসিক ও সিম্পল ডিজাইনের Rolex Day Date 40 Evorose Gold (ভারতীয় মুদ্রায় দাম ২৫.৬১ লক্ষ টাকা) Rolex Cosmograph Daytona Rainbow (ভারতীয় মুদ্রায় দাম ৭২ লক্ষ টাকা)

ক্রুনালের সংগ্রহে সবচেয়ে দামি ঘড়িটি Patek Philippe 5980/1R Nautilus Black Dial, পয়সা থাকলেও এই ঘড়ি সঙ্গে সঙ্গে কেনা যায় না৷ রিটেল থেকে কিনতে গেলে অপেক্ষা করতে হবে আটটি বছর৷ এই ঘড়িটির বাজারদর ১ কোটি ২৪ লক্ষ টাকা৷ বোঝাই যাচ্ছে যে, ক্রুনালের ঘড়ি প্রেম এক অন্য পর্যায়ের৷ তাঁর রুচি ও পছন্দ ভীষণ ভাবেই বাকিদের থেকে আলাদা৷ আর ঘড়ির ব্যাপারে ক্রুনাল বলে বলে মাত দিতে পারেন তাঁর ভাই হার্দিককেও৷

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link