বিয়ে করলেন এমটিভি রোডিস খ্যাত রঘু রাম, পাত্রী কানাডিয়ান গায়িকা নাতালি
সাত পাকে বাঁধা পড়লেন এমটিভি রোডিস খ্যাত রঘুরাম, পাত্রী কানাডিয়ান গায়িকা নাতালিয়া দি লুসিও।
গোয়ায় গত ১২ ডিসেম্বর সাত বিবাহ-বন্ধনে বাঁধা পড়েন রঘুরাম ও নাতালি।
ভারতীয় রীতিতে বিয়ের অনুষ্ঠানে রঘুরামের পরনে ছিল লাল ধুতি ও সাদা কুর্তা এবং নাতালির পরনে ছিল সাদা শাড়ি।
রীতি মেনেই সম্পন্ন হয় রঘুরাম ও নাতালির বিয়ের অনুষ্ঠান।
রঘুরাম ও নাতালিকে সোশ্যাল সাইটে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন রঘুরামের প্রাক্তন স্ত্রী সুগন্ধা পুস্কর।
সুগন্ধা পুস্কর নব-দম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুম্বইতে ফিরলে তাঁদের সঙ্গে দেখা করার কথাও জানিয়েছেন।
২০০৬ সালে সুগন্ধা পুস্করের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন রঘুরাম। ২০১৬ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়।
কমেডি ছবি 'তেরে বিন লাদেন'-এ দেখা গিয়েছিল রঘুরামের প্রাক্তন স্ত্রী সুগন্ধাকে। পাশাপাশি একাধিক টিভি শোয়ে সঞ্চলনা করেছেন সুগন্ধা।
রঘুরাম ও নাতালির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রঘুরামের ভাই রাজীব লক্ষণ ও পরিবারের অন্যান্য সদস্যরা।
বিয়ের আগে একটি সঙ্গীত পার্টির আয়োজন করেন রঘুরাম ও নাতালি।
হিন্দু রীতিতে বিয়ের পাশাপাশি খ্রিষ্টান রীতিতেও বিয়ে সারেন রঘুরাম ও নাতালি।
বিয়ের আগে আবেগতাড়িত নাতালি।
বিয়ের পর নব-দম্পতির প্রথম চুম্বন।
রঘুরাম ও নাতালিয়ার বিয়ের অনুষ্ঠান, সঙ্গীত, সব ক্ষেত্রেই উপস্থিত ছিলেন রোডিস খ্যাত রণবীজয় সিং।
বর্তমানে রঘুরামের বয়স ৪৩ বছর, আর নাতালির বয়স ২৯।
রঘুরাম ও নাতালির বিয়ে থেকে সঙ্গীত সব ছবিই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
নিজের সঙ্গীত পার্টিতে গান করতে দেখা যায় নাতালি দি লুসিওকে।
সঙ্গীতের অনুষ্ঠানে প্যাস্টেল নীল লেহেঙ্গা পরেন নাতালি, আর রঘুরামের পরনে ছিল যোধপুরী ধুতি।
নব-দম্পতির সঙ্গী ছবি তোলেন রণবিজয় ও রাজীব লক্ষণ।
সঙ্গীত পার্টিতে নাচ রঘুরাম ও নাতালির।