উৎসব নেই, তবুও হোলির নিয়ম মানতে ভুললেন না বচ্চনরা
শ্রীদেবীর মৃত্যুর জন্য এবছর হোলির জন্য কোনওরকম উৎসব, পার্টি বাতিল করেছে গোটা বলিউড। বি-টাউনের কোনও তারকাকেই হোলি সেলিব্রট করতে বিশেষ দেখা যাচ্ছে না। তবুও কিছু নিয়ম রক্ষা তো করতেই হয়। বৃহস্পতিবার রাতে বচ্চনদের বাড়িতে রীতি মেনে হল হোলিকা দহন। দেশবাসীকে হোলির শুভেচ্ছাও জানালেন বিগ-বি অমিতাভ বচ্চন।
বচ্চনদের বাড়ির হোলিকা দহনের ছবি নিজেই সোশ্যাল সাইটে পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। সেখানে দেখা গেল অমিতাভ, জয়া, ঐশ্বর্য, আরাধ্যা, শ্বেতা সকলকেই।
হোলিকা দহনের পর স্বামী অমিতাভের কপালে আবিরও দিলেন জয়া বচ্চন।
নাতনি ছোট্ট আরাধ্যাকে আবির দিয়ে আশীর্বাদও করলেন অমিতাভ।
হোলিকা দহনের রীতি শেষে চলল মিষ্টি মুখের পালা।