World`s Greatest Places of 2023: পৃথিবী সেরা ৫০টি জায়গার মধ্যে রয়েছে ভারতের এই দুই জায়গা, জানতেন কি?

Mon, 20 Mar 2023-2:53 pm,

লাদাখের শতাব্দী প্রাচীন বৌদ্ধ মঠ ও চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্য প্রতি বছর বহু সংখ্যক পর্যটকদের টেনে আনে।

 

লাদাখের রাজধানী লে থেকে ১৬৮ কিমি দক্ষিণ-পূর্বে হানলে গ্রাম ২০২৩ সালে ভারতের প্রথম ডার্ক স্কাই রিজার্ভ- এর তকমা পেয়েছে যা মহাকাশপ্রেমীদের জন্য এক বিশেষ গন্তব্য। 

এছাড়াও, লাদাখের প্যাংগং লেক, স্পিতি ভ্যালি ও গোটা গন্তব্য পথটাই লাদাখকে বাইকারদের কাছে আদর্শ ঘোরার জায়গা বানিয়ে তুলেছে।

সিমলিপাল ন্যাশনাল পার্ক ময়ূরভঞ্জের অন্যতম প্রধান আকর্ষণ।

বিরল কালো বাঘ পৃথিবীতে একমাত্র ময়ূরভঞ্জেই দেখতে পাওয়া যায়।

ময়ূরভঞ্জের প্রকৃতির অন্যতম সৌন্দর্যই হল চারিদিকে সবুজের সমারোহ। এছাড়াও, ছৌ নাচ, প্রাচীন মন্দির, জীববৈচিত্র ও স্থানীয় সংস্কৃতি ময়ূরভঞ্জকে ৫০-এর তালিকায় নিয়ে গিয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link