বধ্যভূমি সিরিয়া

Fri, 02 Mar 2018-1:26 pm,

পূর্ব ঘৌটা এলাকার একটি জেলায় প্রায় ৯০ শতাংশ জনবসতি ধূলিসাত্ হয়ে গিয়েছে।

গোটা সিরিয়া জুড়ে ধ্বংসস্তুপের চিত্র কার্যত এক। ভাঙা ইমারতের ধূলো, বারুদের গন্ধ, স্বজনহারার আর্তনাদ এটাই বাশারের দেশে এখন সংস্কৃতি।

ফুটফুটে ফুলের মতো শিশুদেরও মুখ রক্তাক্ত।

তাদের ভয়ার্ত চেহারা দেখে মানবিকতায় কোনও হেলদোল নেই যুদ্ধবাজদের।

মুহূর্মুহূ আকাশ থেকে বৃষ্টির ফোঁটার মতো প্যারাস্যুটে নেমে আসছে মারন বোমা।

আলেপ্পো, বসরা, দামাস্কাস, পালমিরার মতো ঐতিহাসিক জায়গা কার্যত মাটির তলায়।

এখানে মায়ের কোলও সুরক্ষিত নয়। কোথায় তাদের বেঁচে থাকার ঠিকানা জানা নেই কারওর  

চিতার মতো এখানে সেখানে জ্বলছে আগুন।

অপরাধ? এই শিশু সিরিয়াতে জন্মিয়েছে

প্রতিদিন যুদ্ধ যুদ্ধ খেলা। যুদ্ধকালীন তত্পরতায় 'উলুখাগড়া'দের চলছে উদ্ধারকার্য

চিকিত্সকরা খতিয়ে দেখছেন ক্ষত কোথায়? কিন্তু ক্ষত তো অন্য জায়গায়

এ ভাবে আর কতদিন। তাদের জীবনে দিনও রাতের থেকে অন্ধকার

এ যেন কোনও হলিউড সিনেমার দৃশ্য। ভিন গ্রহ থেকে কোনও প্রাণী এসে অবলীলায় ধ্বংসলীলা চালিয়েছে এখানে।  

ঘৌটার বিভিন্ন হাসপাতালে সারি সারি শুধু আহতর সংখ্যা। কারও রক্তাক্ত মুখ। কেউ হাত পা চিরতরে হারিয়েছে। কলজে বের হওয়াটাই শুধু বাকি তাদের।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link