স্বপ্নের এই প্রাসাদেই গাঁটছড়া বাঁধতে চলেছেন রাজ-শুভশ্রী
রেজিস্ট্রি পর্ব সেরে ফেলেছেন বেশকিছুদিন আগেই। এবার প্রথা মেনে সাত পাকে বাঁধা পড়ার পালা রাজ-শুভশ্রীর। তবে রাজ-শুভশ্রীর বিয়ের অনুষ্ঠান কোথায় হচ্ছে জানেন? (ছবি সৌজন্য- বাওয়ালি রাজবাড়ি ওয়েবসাইট)
কলকাতা থেকে কিছু দূরে এই ঐতিহ্যবাহী বাওয়ালি রাজবাড়িতে বসছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিয়ের আসর। (ছবি সৌজন্য- বাওয়ালি রাজবাড়ি ওয়েবসাইট)
১১ মে হচ্ছে রাজ ও শুভশ্রীর বিয়ের অনুষ্ঠান। (ছবি সৌজন্য- বাওয়ালি রাজবাড়ি ওয়েবসাইট)
তবে এই বাওয়ালি রাজবাড়িটি ঠিক কোথায় জানেন? কলকাতা থেকে ৩৩.৪ কিলোমিটার দূরে বজবজ স্টেশনে নেমে রিক্সাতে কিছুটা পথ গেলেই মিলবে এই রাজপ্রসাদের হদিশ। (ছবি সৌজন্য- বাওয়ালি রাজবাড়ি ওয়েবসাইট)
বাওয়ালি রাজবাড়ির চারপাশে রয়েছে বেশকিছু মন্দির। গোবিন্দজী, লক্ষ্মী-জনার্দন মন্দির, দ্বাদশ শিবমন্দির সহ আরও বেশকিছু মন্দির রয়েছে। (ছবি সৌজন্য- বাওয়ালি রাজবাড়ি ওয়েবসাইট)
শোনা যায়, রানি রাসমণি বাওয়ালির গোপীনাথ মন্দিরের অনুকরণে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির তৈরি করেন। (ছবি সৌজন্য- বাওয়ালি রাজবাড়ি ওয়েবসাইট)
দক্ষিণী কলকাতার টালিগঞ্জ রোডেও রয়েছে বাওয়ালিদের দুটি রাসমন্দির। যার মধ্যে একটি বড় রাসমন্দির ও অন্যটি ছোট রাসমন্দির বলেই পরিচিত। (ছবি সৌজন্য- বাওয়ালি রাজবাড়ি ওয়েবসাইট)
তবে বর্তমানে বাওয়ালি রাজবাড়িটি পরিচালনার দায়িত্ব রয়েছে একটি বেসরকারি সংস্থার হাতে। যাঁদের তদারকিতে প্রাসদটি ভোল বদলে গেছে। (ছবি সৌজন্য- বাওয়ালি রাজবাড়ি ওয়েবসাইট)
বছরের বিভিন্ন সময় পর্যটকরাও এই রাজবাড়িতে গিয়ে থাকেন। রাজবাড়ির ৪টি ঘর রাখা রয়েছে পর্যটকদের জন্য। যার দিন প্রতি ভাড়া প্রায় ৭,৫০০ টাকা। (ছবি সৌজন্য- বাওয়ালি রাজবাড়ি ওয়েবসাইট)
এই রাজবাড়িতে থাকলে পর্যটকদের উপরি পাওনা প্রায় ৩০০ বছরের পুরনো রন্ধনশৈলির খাওয়াদাওয়া। (ছবি সৌজন্য- বাওয়ালি রাজবাড়ি ওয়েবসাইট)
এই রাজপ্রাসাদে রাজকীয় ভাবেই সাত পাকে বাঁধা পড়বেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আলোচিত জুটি রাজ ও শুভশ্রী। (ছবি সৌজন্য- বাওয়ালি রাজবাড়ি ওয়েবসাইট)
শোনা যাচ্ছে এক্কেবারেই বাঙালি রীতি মেনেই হবে বিয়ের অনুষ্ঠান। (ছবি সৌজন্য- বাওয়ালি রাজবাড়ি ওয়েবসাইট)
বিয়ের অনুষ্ঠানের পর ১৮ মে শুভশ্রীর হোম টাউন বর্ধমানে হবে রিসেপশন। (ছবি সৌজন্য- বাওয়ালি রাজবাড়ি ওয়েবসাইট)
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই জুটির বিয়ে নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় উন্মাদনা তুঙ্গে। (ছবি সৌজন্য- বাওয়ালি রাজবাড়ি ওয়েবসাইট)
ইতিমধ্যেই রাজ-শুভশ্রীর বিয়ের কার্ডও সোশ্যাল সাইটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। (ছবি সৌজন্য- বাওয়ালি রাজবাড়ি ওয়েবসাইট)