World Cup 2023 Final: বন্দে ভারত এক্সপ্রেসে নীল ঝড়, মহাযুদ্ধে শামিল পুরো ট্রেন
অয়ন ঘোষাল: বিশ্বকাপের মহারণ ঘিরে তুঙ্গে উদ্দীপনা। তুমুল উত্তেজনা। আজ ভোরে মুম্বই থেকে আহমেদাবাদগামী বন্দে ভারত এক্সপ্রেস প্রায় গোটাটাই ক্রিকেট প্রেমীদের দখলে।
সকাল ৬টায় ছেড়েছে এই ট্রেন। বেলা ১২ টা, মানে ম্যাচ শুরুর ২ ঘন্টা আগেই আহমেদাবাদ পৌঁছে যাবে।
২০ বছর আগে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া সৌরভের টিম ইন্ডিয়াকে হারিয়ে ট্রফি জিতলে হৃদয় ভেঙেছিল দেশবাসীর। এবার ২০ বছর বাদে আমেদাবদে অসি হলুদ জার্সির মুখোমুখি মেন ইন ব্লু-রা।
বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রয়েছে লেজার শো, বায়ুসেনার এয়ার শো-এর বিশেষ আয়োজন। সম্মান প্রদান করা হবে বিশ্বকাপজয়ী অধিনায়কদের।
ফাইনালে দলবদলের সম্ভাবনা বেশ কম। পিচ নিয়ে খুব একটা অসন্তুষ্ট নন রোহিত। অজি অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য সমীহ করছেন ভারতের পেস ব্যাটারি ও জাদেজাকে। তবে কামিন্স জানিয়েছেন রোহিত শর্মা বা বিরাট কোহলির জন্য আলাদা করে কোনও রণনীতি তাদের নেই।