এবার আমফান মোকাবিলায় মাঠে নামলেন লক্ষ্মীরতন শুক্লা
করোনা মোকাবিলায় মাঠে নেমেছেন প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে খাবার বিতরণ করেছেন তিনি।
এবার ঘূর্ণিঝড় আমফানের চোখরাঙানি। ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই রাস্তায় নেমে পড়লেন প্রাক্তন বাংলা অধিনায়ক।
হাওড়ায় নিজের বিধানসভা এলাকায় ঘুরে ঘুরে বুধবার মানুষজনকে সচেতন করেন লক্ষ্মীরতন শুক্লা।
দুঃস্থ পরিবারগুলিকে নিজের হাতে ত্রিপল বিলি করেন লক্ষ্মী। বিভিন্ন এলাকা পরিদর্শন করে নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি।
গঙ্গা লাগোয়া এলাকার ওয়ার্ডগুলিতে মানুষজনকে সতর্ক থাকতে বলে দিয়েছেন লক্ষ্মীরতন। কোনও সমস্যা হলে তাঁকে জানাতে বলেছেন মন্ত্রী।