দূষণের জেরে মৃত্যু সম্ভর লেকের কয়েক হাজার পরিযায়ী পাখির?

Wed, 13 Nov 2019-5:17 pm,

ওইসব পাখিদের মৃতদেহ পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে ভোপালের একটি পরীক্ষাগারে।

জলে লবণের মাত্রা বেড়ে গেল তা রক্তেও লবণের মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে মস্তিস্ক বিকল হয়ে যেতে পারে।

 

মৃত্যুর পেছনে থাকতে পারে জলের দূষণও

রাজ্যের প্রাণী বিকাশ দফতরের আধিকারিক আর জি উজ্জ্বল সংবাদমাধ্যমে জানিয়েছেন, জলে লবণের মাত্রা বেড়ে যাওয়া পাখিদের মৃত্যুর কারণ হতে পারে

মৃত্যুর পেছনে থাকতে পারে কোনও ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণও। জাখর জানিয়েছেন, প্রতিবছর এই লেকে কমপক্ষে ২-৩ লাখ পাখি আসে।

সম্ভরের রেঞ্জার রাজেন্দ্র জাখরের দাবি, কয়েকদিন আগেই এলাকায় প্রবল শিলাবৃষ্টি হয়েছিল। তার ফলেই ওইসব পাখিদের মৃত্যু হতে পারে। আমাদের হিসেব মতে পাখিদের মধ্যে রয়েছে ১০টি প্রজাতি।

কিন্তু এলাকার মানুষের দাবি মারা গিয়েছে কমপক্ষে ৫০০০ পাখি। রাজস্থানের সম্ভর লেকের এমন ঘটনা অবাক এলাকার মানুষজন।

লেকের আশেপাশে পড়ে রয়েছে হাজার হাজার মৃত পাখি।  এদের মধ্যে রয়েছে পরিযায়ী পাখিও। সরকারি হিসেবে অনুযায়ী মৃত পাখিদের সংখ্যা ১৫০০

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link