১০০ ডায়াল করে একটাই কথা বলেছিলেন! গোটা লালবাজারকে নাড়িয়ে দিলেন যুবক
১০০ নম্বরে ফোন করে বোমা মারার হুমকি। স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসে পুলিস প্রশাসন। খোঁজ শুরু হয় কলারের।
কোন জায়গায় বোমা মারা হবে, তা নিয়ে স্পষ্ট কিছু বলার আগেই ফোন কেটে দিয়েছিল কলার। তবুও পুলিস নিয়মমতো খোঁজখবর করেই ওই ব্যক্তির সন্ধান পান।
জানা যায়, মহেশতলার বাসিন্দা অর্কপ্রভ গঙ্গোপাধ্যায় ফোন করে বোমা মারার হুমকি দেন।
জিজ্ঞাসাবাদের পর জানা যায়, ঠাট্টা করতে ১০০ নম্বরে ফোন করে হুমকি দিয়েছেন তিনি। গ্রেফতার করা হয়েছে তাঁকে।