GI Tag on Bengal Handloom Saree: তাঁতিদের মুখে হাসি, বাংলার তিন শাড়ি পেল GI স্বীকৃতি...

Soumita Mukherjee Thu, 04 Jan 2024-7:55 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলার ঐতিহ্যময়ী বালুচরী, শান্তিপুর ও ধনিয়াখালির তাঁতের শাড়ি ইতোমধ্যেই জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (GI)-এর তকমা পেয়েছিল৷

 

এবার সেই তালিকায় যুক্ত হল টাঙ্গাইল, কোরিয়াল ও গরদ শাড়ি।

 

অবশেষে বৃহস্পতিবার নদীয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল পেল জিআই স্বীকৃতি।

 

শুধুমাত্র টাঙ্গাইলই নয়, জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (GI)-এর তকমা পেল মুর্শিদাবাদের কোরিয়াল ও বীরভূমের গরদ।

 

লাল পাড় সাদা গরদে বর্তমানে এসেছে নানা বৈচিত্র্য। এমনকী লাল পাড় সাদার বদলে এখন অনেক জনপ্রিয় নানা রঙের গরদ।  

 

জিআই তকমা পেলে তাঁতিদের আইপিআর সুরক্ষিত যেমন থাকে, তেমনই অন্যান্য জায়গার যাঁরা ওই নির্দিষ্ট পণ্য তৈরি করে বিক্রি করেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়৷ এমনকী, জিআই তকমা পাওয়া পণ্যগুলির রপ্তানি বাজারও সুরক্ষিত থাকে৷

 

এক্স হ্যান্ডেলে তাঁতিদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link