New Vande Bharat: বাংলায় আবারও এক `বন্দে ভারত`! হাওড়া থেকেই কু ঝিক ঝিক করে সোজা ওড়িশা...
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নতুন এই ট্রেনগুলি চলবে বলে জানা গিয়েছে। এই পর্বে মোট তিনটি রুটে বন্দে ভারত চালাবে রেল দফতর।
এর মধ্যে বাংলার জন্যও রয়েছে সুখবর। বাংলাও পেতে চলেছে আর একটি বন্দে ভারত।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনগুলি উদ্বোধন করবেন। আগামী রবিবার ট্রেনগুলি চালু হবে। তিনটি ট্রেনই চলবে ওড়িশার উপর দিয়ে। ওড়িশায় এই অনুষ্ঠানে থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। ওডিশার বেরহামপুর বা ব্রহ্মপুর স্টেশন থেকে ট্রেনগুলির উদ্বোধন করা হবে। রুট তিনটি হল-- টাটা-বেরহামপুর, রাউরকেল্লা-হাওড়া, দুর্গ-বিশাখাপত্তনম। এর মধ্যে এই রাউরকেল্লা-হাওড়া বন্দে ভারত মারফত বাঙালি অনায়াসে ব্রেক জার্নি করে পুরী পৌঁছতে পারেন। অন্তত পুরী পৌঁছনোর একটা অপশন খুলে গেল বাঙালির সামনে।
ইস্ট কোস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, ওড়িশার উপর দিয়ে আপাতত তিনটি বন্দে ভারত চালু হবে। পরবর্তীতে আরও তিনটি বন্দে ভারত চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে।
চলতি বছরেই রেলমন্ত্রী জানিয়েছিলেন, ভারতীয় রেলের লক্ষ্য হল ২০২৯ সালের মধ্যে দেশ জুড়ে ২৫০টি বন্দে ভারত চালানো। জানা গিয়েছে, আরও একাধিক নতুন বন্দে ভারত চালু হতে চলেছে। এই তালিকায় রয়েছে হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস। আছে টাটা-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।
এখন হাওড়া থেকে ধানবাদ যাওয়ার জন্য সকাল ৬টা ৫ মিনিটে রয়েছে শতাব্দী, ১০ মিনিট পরে, সকাল ৬টা ১৫ মিনিটে রয়েছে ব্ল্যাক ডায়মণ্ড এক্সপ্রেস। রাউরকেল্লা-হাওড়া বন্দে ভারত উদ্বোধন হলে এই রুটে যুক্ত হবে আরও একটি ট্রেন।